ইয়াবাসহ বেনাপোলে আটক মহিলা
মুক্ত অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোলে ইয়াবাসহ রাশেদা বেগম (৪২) নামে এক নারীকে মাদক ব্যবসায়ীকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাশেদা বেগম যশোর রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী।
৪৯ বিজিবি, বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদাকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৬৫ পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃত রাশেদাকে ইয়াবাসহ বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল