হোমনায় ৫৮ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

0

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা হোমনা-তিতাস উপজেলার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি পরিষদের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি পরিষদ হোমনা উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার  দুপুরে হোমনা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূইঁয়া ।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি পরিষদের হোমনা উপজেলা শাখার পরিচালক মো. বাহাউদ্দিন আত-তাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, পৌর সভাপতি রাজিব চৌধুরি, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সেলিম,ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, হোমনা দাখিল মাদ্রাসার সুপার  হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার ভূইয়া , বিশেষ আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা শাখাার সাধারণ সম্পাদক মো. আনোয়ার  হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফকির মো. গোলাম মোস্তফা ও বৃত্তি পরীক্ষার হোমনা উপজেলা শাখার  উপ-পরিচালক কাউছার আহমেদ প্রমুখ।

পরে হোমনা -তিতাস উপজেলার ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত  ৫৮ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.