গুরুদাসপুরে শিকারির জালে আটকা পড়া পাখি ছেড়ে দিল প্রসাশন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
শিকারির জালে আটকা পড়া সাতটি কানা বক ছেড়ে দিয়েছে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনির হোসেন। শনিবার বিকাল চারটার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওই পাখিগুলো উন্মুক্ত করা হয়
এসময় দুই পাখি শিকারি আপন দুই ভাই আব্দুল মালেক (৪৫) ও জাহিদুল ইসলামকে (৩৫) ভ্রাম্ম্যমান আদালত বসিয়ে ২০১২ বন্যপ্রাণি সংরক্ষণ আইনের ক এর ১ ধারা মতে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ওই আদেশ দেন।
পাখি শিকারিদের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাটমুদ্রাক্ষরিক আছিয়া খাতুন ইতি জানান- গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বাসিন্দা মৃত এজাহার আলীর দুই ছেলে খুবজিপুর বিলে পাখি শিকার করতেন
শনিবার সকালে খাঁজায় বন্দি অবস্থায় বেশ কিছু পাখি (কানাবক) পৌর সদরের চাঁচকৈড় বাজারে প্রত্যেকটি ৫০ টাকা মূল্যে বিক্রি করছিলেন। এসময় গ্রাম পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্ম্যমান আদালতের রায়ে ওই দুই পাখি শিকারির আর্থিক জরিমানা ও পাখিগুলো উন্মুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন- পাখি শিকার বন্ধে আগামি সপ্তাহ থেকে বিশেষ অভিযান চালানো হবে।
মুক্ত প্রভাত/ রাশিদুল