উন্নয়ন শব্দটা আ’লীগের সৃষ্টি- উম্মে কুলসুম স্মৃতি
ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের এমপি ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আগে উন্নয়ন শব্দটা ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে আজ অনেক উন্নয়ন হয়েছে। বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি সার চাওয়ায় কৃষকে গুলি করে হত্যা করা হয়েছিল।
শনিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় চতুর্থ উন্নয়ন মেলার সমাপ্তি ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারের দাম কমিয়ে ভর্তুকি দিয়েছিল। দেশের উন্নয়নে, কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আমাদের সকলকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আনতে হবে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সন্ধায় মেলার সমাপ্তি ও পুরুষ্কার বিতরণ করেন তিনি। পুরুষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
মুক্ত প্রভাত/রাশিদুল