দুই লাখ পিচ ইয়াবা জব্দ করেছে বিজিবি- টেকনাফে অভিযান

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিজিবি জওয়ানরা বঙ্গোপসাগর উপকূলে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ২ লাখ ১০ হাজার ইয়াবার চালান উদ্ধার করেছে। কক্সবাজারের টেকনাফে আজ ভোড়ে এসব মাদক দ্রব্য জব্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে তিনটি টহল দল মেরিন ড্রাইভ রাস্তার পার্শ্বে বিভিন্ন পয়েন্টে স্থাপিত নৌকা ঘাটে অবস্থান গ্রহণ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা ভর্তি বস্তা সাগরে ফেলে তাদের নৌকা ঘাটে নিয়ে আসে। এমতাবস্থায় তাদের নৌকা তল্লাশি করে কোন মাদক ও চোরাই পণ্য পাওয়া যায়নি।

ভোরে ওই টহল দল নোয়াখালীপাড়া নৌকাঘাট বরাবর সাগরের মধ্যে বস্তা সাদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে নৌকা নিয়ে গিয়ে বস্তাটি তীরে নিয়ে আসে। পরে বস্তাটি খুলে গণনা করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.