ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ
মুক্ত অনলাইন ডেস্ক
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহরম আলীর বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর ও মারপিটের অভিযোগ করা হয়েছে। তিনি বগুড়া সদর উপজেলার ফঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের সূত্রাপুর পিটিআই লেনের কামরুজ্জামানের স্ত্রী মেহেরুন্নেসা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শহরের সূত্রাপুর পিটিআই লেনে পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ী নির্মাণ করে তিনি ভোগ দখল করে আসছেন। গত ৬ সেপ্টেম্বর বিকেলে ফাঁপোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহরম আলীসহ ২০/ ২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক বাড়ির মধ্যে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে।
এসময় তার স্বামী কামরুজ্জামান প্রতিবাদ জানালে মহরম আলীসহ অন্যরা তাকে মারপিট করে এবং তার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে তিনি শনিবার রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দিয়েছেন। এছাড়া ৪ সেপ্টেম্বর তিনি বগুড়া পৌরসভার মেয়র বরাবর অবৈধভাবে প্রাচীর ভাঙা বন্ধ করার আবেদন করেছেন।
অভিযুক্ত ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহররম আলী জানান, প্রায় ১০/১২ বছর আগে তিনি প্রাচীরসহ বাড়িটি ক্রয় করেন। প্রাচীরের পরেও তার আড়াই ফুট জমি রয়েছে। আর সে কারণেই বাড়ি নির্মাণ করার স্বার্থে তার দখলী জমির প্রাচীর তিনি ভেঙেছেন। ঐ প্রাচীর থেকে তাদের জমি আড়াই ফুট দূরে।
অভিযোগকারী কামরুজ্জামান ও তার পরিবার তাকে হয়রানী ও সুনাম নষ্ট করতেই এ ধরণের অভিযোগ তুলেছে বলে তিনি জানান।
মুক্ত প্রভাত/রাশিদুল