ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে
মুক্ত অনলাইন ডেস্ক
কাদা-বালি দিয়ে ঢেকে দিয়েছে সুনামি। এমন অনেক জনপদ রয়েছে। এমনও রয়েছে যে একটা জনপদে একজন মনুষও বেঁচে নেই। রাস্তা-ঘাট ক্ষতবিক্ষত হয়েছে। একারনে দুর্গম এলাকাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গ পড়েছে। এসব এলাকাগুলোতে ত্রান পৌঁছানো যাচ্ছেনা। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে এখনও এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ হলেও এখনো এত মানুষ নিখোঁজ থাকায় উদ্বিগ্ন দুর্গতরা। শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন পর্যন্ত ১৫৭১ জন নিহত হয়েছে হয়েছে বলে জানা গেছে।
পালু ও ডংগালা এলাকা এই ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পালু এলাকায় ব্যাপকভাবে উদ্ধার তত্পরতা চললেও ডংগালা খুব একটা মনোযোগ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এদিকে ত্রাণ তৎপরতা জোরদার করতে ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ত্রাণ আসছে ঠিকই, তবে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর মতো অবস্থা সেখানে নেই।
মুক্ত প্রভাত/রাশিদুল