ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

0

মুক্ত অনলাইন ডেস্ক

কাদা-বালি দিয়ে ঢেকে দিয়েছে সুনামি। এমন অনেক জনপদ রয়েছে। এমনও রয়েছে যে একটা জনপদে একজন মনুষও বেঁচে নেই। রাস্তা-ঘাট ক্ষতবিক্ষত হয়েছে। একারনে দুর্গম এলাকাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গ পড়েছে। এসব এলাকাগুলোতে ত্রান পৌঁছানো যাচ্ছেনা। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সেনা মুখপাত্র মো. তহির বলেন, ভূমিকম্প ও সুনামির আঘাতে ভয়াবহ দুর্যোগ কবলিত সুলাওয়েসি দ্বীপে মৃতের সংখ্যা বাড়ছে। পালুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৪ জন।
তিনি সোমবার এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আমরা এখনও উদ্ধার তৎপরতা থামানোর নির্দেশ পাইনি।’
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৭৬৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে এখনও এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ হলেও এখনো এত মানুষ নিখোঁজ থাকায় উদ্বিগ্ন দুর্গতরা। শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন পর্যন্ত ১৫৭১ জন নিহত হয়েছে হয়েছে বলে জানা গেছে।

পালু ও ডংগালা এলাকা এই ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পালু এলাকায় ব্যাপকভাবে উদ্ধার তত্পরতা চললেও ডংগালা খুব একটা মনোযোগ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এদিকে ত্রাণ তৎপরতা জোরদার করতে ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ত্রাণ আসছে ঠিকই, তবে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর মতো অবস্থা সেখানে নেই।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.