কুবিতে ম্যানেজমেন্ট ফেস্ট উদ্ভোধন

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী ম্যানেজমেন্ট ফেস্ট শুভ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

সোমবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় ব্যাবসায়ী শিক্ষা অনুষদের সামনে বেলুন উড়িয়ে ফেস্টের শুভ উদ্ধোধন করা হয়। পরে ফেস্টর‌্যালী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এসে শেষ হয়।

এসময় বিভিন্ন উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ড. শেখ মকছেদুর রহমান, ছাত্র উপদেষ্টা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, একই বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ শাহীনুর বেগম, ম্যানেজমেন্ট ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান।

এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোষ্ট ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আওয়াল চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.