ধর্ষণের পর হত্যা করা হয়েছে বুলগেরিয়ার নারী সাংবাদিককে

0

মুক্ত অনলাইন ডেস্ক

টেলিভিশনের অনুসন্ধানী এক নারী  সাংবাদিককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে।  বুলগেরিয়ায় এই ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় রুসে শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহত সাংবাদিকের নাম ভিক্টোরিয়া মারিনোভা(৩০)। রুসের আঞ্চলিক প্রসিকিউটর জর্জি জর্জিয়েভ বলেন, শনিবার (৬ অক্টোবর) একটি পার্কে তার মৃতদেহ খুঁজে পান কর্তৃপক্ষ। তিনি বলেন, তার মোবাইল ফোন, গাড়ির চাবি, চোখের চশমা ও শরীরের কিছু অংশের কাপড় খুঁজে পাওয়া যায়নি। জর্জিয়েভ আরো বলেন, তাকে মাথায় আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি তদন্ত চালাচ্ছেন প্রসিকিউটররা । নিহত সাংবাদিকের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত সকল সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তি ও বিষয় খতিয়ে দেখছে তারা।

ধারণা করা হয়েছিল তাকে কেবল হত্যাই করা হয়েছে। পরে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন মারিনভ জানান, হত্যার আগে মারিনোভাকে ধর্ষণও করা হয়েছিল। -আল জাজিরা ও ইত্তেফক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.