ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর- জয়পুরহাটে দুর্ঘটনা
মুক্ত অনলাইন ডেস্ক
ছাদ থেকে পড়ে চাঁদ সুলতানা (২২) নামে এক গৃহবধূ গুরত্বর আহত হন। বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান। জয়পুরহাট শহরের সবুজনগর এলাকায় সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়-পুলিশ ও জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, জয়পুরহাট সরকারি কলেজের ড্রাইভার সুলতান আহমেদের স্ত্রী চাঁদ সুলতানা (২২) বাড়ির চারতলা ছাদে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান।
আহত অবস্থায় তাকে প্রথমে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
মুক্ত প্রভাত/রাশিদুল