সমাবর্তনের দাবি কুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে( কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর এক প্রতিনিধি দল সোমবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় উপচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী এর সাথে সমাবর্তন নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিশ্ববিদ্যালয় সমাবর্তন প্রসঙ্গে উপচার্য জানান’, ‘ আমি চাইছি অতি দ্রুত সমাবর্তনের আয়োজন করতে। একটি সমাবর্তনে প্রায় ৫-৬ কোটি টাকা খরচ হয়। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম সমার্তনের আয়োজন করবে।”
শীতকালে সমাবর্তন আয়োজন করলে ভালো হয় জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মার্চে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়েও আলোচনা করেন।
এসময় সাবেক শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভুঁইয়া, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ অন্যান্যরা।
মুক্ত প্রভাত/রাশিদুল