ডাস্ট ময়লা থেকে মির্জাপুরে কারখানায় আগুন
মুক্ত অনলাইন ডেস্ক
কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মির্জাপুরে নিউএইজ কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা এবং খবর পেয়ে মির্জাপুর, কালিয়াকৈর থানার ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার কর্মকর্তা-কর্মচারী, মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ এলাকায় নিউএইজ কারখানা অবস্থিত। সকাল সোয়া সাতটার দিকে ডাস্ট (ময়লা) থেকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পরে। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা পুলিশ, ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মির্জাপুর ও কালিয়াকৈর থানার ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কারখানার বার্টন তৈরির মেশিন, মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বার্টন তৈরির ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনার পর টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল