রং তুলির ছোঁয়ায় লালপুরে চলছে প্রতিমা সম্পন্ন্যের প্রস্তুতি

0

লালপুর (নাটোর) সংবাদদাতা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। মহালয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শারদীয় দুর্গো উৎসবের। দেবীকে বরণ করে নিতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময়পার করছেন নাটোরের লালপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এখন চলছে রং তুলির শেষ আচঁড়ে প্রতিমাকে সাজানোর কাজ। দূর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মা দূর্গা অসুর দমনের শুভ শক্তি ঘোটকে করে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করবেন, আর যাবেন দোলায় চরে। ধূপ, কাশা, ঘন্টা আর ঢাকের তালে তালে দেবীকে বরণ করে নিতে প্রস্তুত উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।

এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন তুলির আচঁড়ে রঙিন সাজে সাজানো হচ্ছে দূর্গা প্রতিমা কে। আগামী ১৪ অক্টোবর মহাপঞ্চমী দেবীর বোধনের মধ্য দিয়ে মন্দিরে স্থাপিত হবে দূর্গা প্রতিমা। পরের দিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।

এদিকে, মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল তৈরির কাজ। দেবী পর্বের সূচনার মধ্য দিয়ে শুরু হবে আরাধনা। প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকে, বিশ্ব যেন মঙ্গলময় হয় মায়ের কাছে এমনই প্রর্থনা ভক্তদের। লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভদ্র বলেন, এবার লালপুর উপজেলায় ৪২টি মন্ডপে শারদীয় দূর্গ পূজা উৎসব অনুষ্ঠিত হবে।

দূর্গো উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়ছে বলে জানালেন লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল। তিনি বলেন, প্রতি বছরই লালপুরে সার্বজনীনভাবে দূর্গোৎসব উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে এ উৎসব প্রাণের উৎসবে রূপ নেয়। সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে দূর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে । প্রতিমা বিসর্জন পর্যন্ত এ ব্যবস্থা অব্যহত থাকবে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  উম্মূল বানীন দ্যুতি বলেন, এবার উপজেলায় ৪২টি মন্ডপে দূর্গাপূজা হবে। শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

মুক্ত পভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.