পুলিশের অভিযানে রাজশাহীতে ৯ জুয়াড়ি আটক
মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজশাহী নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজপাড়া থানাধীন অচিনচলার মৃত তুষার হোসেনের ছেলে আবু তালেব (৫২), রাজপাড়ার মৃত ভিকু শেখের ছেলে আলতাব হোসেন (৬৬), আব্দুল বারেকের ছেলে মাহাতাব উদ্দিন (৬২), মৃত ফজলু হকের ছেলে মুনিমুল হক (৪৮), বুলনপুরের মৃত গোলাম মোস্তফার ছেলে গোলাম হাবিবুর রহমান (৫২), হিয়াত আলীর ছেলে পিন্টু মিয়া (৩২), আলীরমোড়ের হায়দার আলীর ছেলে মিঠু মিয়া (৩০), ডিংঙ্গাডোবা এলাকার রুহুল আমিনের ছেলে মানিক হোসেন (২৫), কাশিয়াডাংঙ্গা কাঁঠালবাড়িয়ার ইমতাজ আলীর ছেলে সরিফুল ইসলাম (২০)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, জুয়া খেলা চলছে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় জুয়া খেলা চলাকালে হাতে নাতে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল