কুবিতে দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ
কুবি প্রতিনধি
‘মা মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়’ স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর (কুবি) আঞ্চলিক সংগঠন দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ -২০১৮ অনুষ্ঠিত ও নতুন কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল তিনটায় প্রশাসনিক ভবনের ৪০১ নং রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আবু মুছার সভাপতিত্বে নবীনবরণে উপস্থিত ছিলন- বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুইনুল হোসেন, সাধারণ সম্পাদক মোবারল হুসাইন মাহীসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত দেবিদ্বার উপজেলার শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এছাড়া আগামী এক বছরের জন্য সাবেক সভাপতি মোঃ আবু মুছা নতুন কমিটি ঘোষণা করেন। নবকমিটির সভাপতি নৃবিজ্ঞান বিভাগের ছাব্বির চৌধুরী ও সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের গোলাম কিবরিয়া।
মুক্ত প্রভাত/রাশিদুল