মা-ছেলের মৃত্যু সাপের কামরে

0

মুক্ত অনলাইন ডেস্ক

মঙ্গলবার দিবাগত রাতে সাপের কামড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা রাবেয়া খাতুন (২৫) ও তার ৪ বছর বয়সী ছেলে সিয়ামের মৃত্যু হয়েছে। রাবেয়া উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। রাত ১ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, মা ও ছেলে শোবার ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে বিষধর সাপ তাদের দুজনকেই কামড় দেয়। সাপের কামড়ে তারা চিত্কার করতে থাকে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দ্রুত তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (এ্যন্টি স্নেক ভেনম) না থাকায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন জরুরি বিভাগের চিকিত্সক আসিফ মাহমুদ। পথের মধ্যে ছেলে সিয়াম ও পরে মা রাবেয়া খাতুনের মৃত্যু হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.