গ্রেনেড হামলার রায়ে বান্দরবানে আনন্দ মিছিল

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা রায়ে সন্তোষ প্রকাশ করে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বুধবার দুপুরে রায় ঘোষনার পরই বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এছাড়া বান্দরবানের সাত উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদদাস,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগসহ অঙ্গসংগঠনের নেতারা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.