গ্রেনেড হামলার রায়ে লালপুরে মোটর শোভাযাত্রা

0

লালপুর (নাটোর) সংবাদদাতা

২১ শে আগস্ট গ্রেনেড হামালা মামলার রায় ঘোষণার পর রায় কে স্বাগত জানিয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের নেতৃত্বে লালপুরে বিশাল মোটর শোডাউন করেছে লালপুর থানা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সমানে থেকে নেতাকর্মীসহ প্রায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করেন এমপি কালাম।

এর আগে রায় ঘোষণা কে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য নাশাকতা প্রতিরোধে উপজেলা গুরুত্বপূর্ন স্থানে অবস্থান করেন দলীয় নেতাকর্মীরা।

মোটর শোডাউনে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এমরান আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভুঁইয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশনেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.