বিএনপি’র ডাকে কেউ সারা দেয়না- আইনমন্ত্রী

0

মুক্ত অনলাইন ডেস্ক

‘বিএনপির আন্দোলনে মানুষ নেই। কেউ তাদের ডাকে সাড়া দেয় না। এ নিয়ে কোনও চিন্তা নেই।’ শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে নিয়ে আখাউড়া পৌর এলাকা সড়ক বাজারে প্রচারপত্র বিলির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা যদি সঠিক হয়ে থাকে তাহলে রায় সঠিক হয়েছে। রায় দেখে ও বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গণসংযোগ ও প্রচারপত্র বিলির সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, মো. আবুল কাসেম ভূঁইয়া, মো. সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, শফিকুল ইসলাম সোহাগ, আব্দুল মমিন বাবুল, মো. শরীফুল ইসলাম প্রমুখ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.