গোদাগাড়ীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
মুক্ত অনলাইন ডেস্ক
নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে জয়নাল আবেদিন নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
জয়নাল আবেদিন গোদাগাড়ী সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হরিশপুর গ্রামের খোরশেদের ছেলে। পৌর এলাকার সারাংপুর গ্রামে আত্মীয়র বাড়ি থেকে তিনি পড়াশোনা করতেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জয়নাল। শুক্রবার জয়নালের বাবা ও দুলাভাই গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। শনিবার জয়নালের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়নালের বাবা খোরশেদ আলী বলেন, ‘আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী শাস্তি দাবি করছি।’
মুক্ত প্রভাত/রাশিদুল