বান্দরবানে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান

জেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবানে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আজম, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরসহ রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.