দুই ছাত্রীর প্রাণ গেল বেপরোয়া বাসের চাপায়, বিক্ষোভ-অগ্নিসংযোগ
মুক্ত অনলাইন ডেস্ক
শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় দুই ছাত্রী মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে।
নিহতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া গ্রামের আব্দুস ছালাম প্রামানিকের মেয়ে চাঁদনী আক্তার ও ওমর আলী মোল্লার পাড়া গ্রামের জামাল বেপারীর মেয়ে জাকিয়া সুলতানা কেয়া। তারা দুজনই ঘনিষ্ঠ বান্ধবী ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহত স্কুলছাত্রীর সহপাঠী জাহিদ মণ্ডল জানান, তার দুই সহপাঠী জাকিয়া ও চাদনী শনিবার বেলা ২টা থেকে শুরু হওয়া নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের যাচ্ছিলেন। মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন। এসময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া সুলতানার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাহিদা পারভীন জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছিল। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে যানবাহনে ভাঙচুর চালায়। এসময় দূরপাল্লার বাস পূর্বাশা পরিবহনের চালক চুয়াডাঙ্গা জেলার ইসরাইল মল্লিক গুরুতর আহত হন। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আন্দোলনকারীদের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্র ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, আমরা প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। এছাড়া ঘটনার প্রতিবাদ ও শিক্ষার্থীদের মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দাবিতে রবিবার সকাল ১০টায় স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, স্কুলের সামনে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। আজকে জাকিয়া ও চাঁদনীর মর্মান্তিক মৃত্যু হলো। আমরা অনেকদিন ধরে এখানে নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মো. রাকিব খান বলেন, ইতিমধ্যে পুলিশের তৎপরতায় যশোর থেকে ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। বাসটিও আটক আছে। আইনানুযায়ী বিচার হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেন, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবিগুলো মেনে নেয়ার ব্যাপারে আমরা আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করব।
মুক্ত প্রভাত/রাশিদুল