রূপগঞ্জে বেহাল সড়কে বাড়ছে দূর্ভোগ

0

লিখন রাজ, রূপগঞ্জ প্রতিনিধি

সড়কজুড়ে খানাখন্দ। বৃষ্টির পানি জমেছে সেইসব গর্তে। সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মানুষের নিত্য চলাচলে বেড়েছে দূর্ভোগ। বাধ্য হয়ে স্থানীয়রা সড়কটিতে ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছেন। করেছেন ঝাড়ু মিছিল আর মানববন্ধন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীর এলজিইডি সড়কের ১৩ কিলোমিটার সড়কের এমন বেহাল দশা।

স্থানীয়রা অভিযোগ করেন-  খানাখন্দের সড়কটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, স্থানীয় পথচারীসহ ব্যবসায়ীক পন্য আনা নেওয়ার ক্ষেত্রে মালবাহী যানবাহন চলাচলে ভোগান্তি আরো বাড়ছে।

বিক্ষুব্ধ জনতা আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাদি, ত্রিশকাহনিয়া ও হাটাবো এলাকায় পৃথকভাবে ঝাড়ু– মিছিল করেছে। এসময় মিছিলকারীরা রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিবাদ কর্মসূচীও পালন করেছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার রূপসী থেকে কাঞ্চন জিসি নামের এলজিইডির অাওতাভুক্ত এই ব্যস্ততম খানাখন্দে ভড়া সড়কটিতে মানুষের দূর্ভোগ বাড়লেও সড়কটি সংস্কারের উদ্দ্যেগ নেই সংশ্লিষ্টদের।

স্থানীয়রা বলছেন- স্থানীয় অবৈধ বালু মহাল ও শিল্প প্রতিষ্ঠানের মালবাহী ভারী যানবাহন চলাচলের ফলে এই সড়কটির এমন করুন দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে বিভিন্ন সময় প্র্রতিবাদ আবেদন নিবেদন করেও লাভ হয়নি। বৃষ্টিতে কাদা আর রোদে ধূলো বাড়ায় দূর্ভোগ। বেশি দূর্ভোগের শিকার হচ্ছেন কালাদি ফাজিল মাদরাসার শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিক, কাঞ্চন পৌরবাজারের বিভিন্ন ক্রেতা-বিক্রেতারা।

স্থানীয় বালু মহাল পরিচালক মনির হোসেন জানান, শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করায় এ সড়কটি অল্পদিনেই বেহাল হয়ে পড়ে। এতে এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি বাড়লেও সড়কটি সংস্কারে কারো মাথা ব্যথা নেই।

শিক্ষার্থী শিরিনা আক্তার জানান, তারমতো শত শত শিক্ষার্থীকে প্রতিদিন ভোগান্তি সয়ে মাদরাসায়, স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। একারনে স্কুল ড্রেস নষ্ট হওয়া ছাড়াও শারীরিকভাবে আহত হয় অনেকে।

স্থানীয় ব্যবসায়ী তারেক বিন মজিদ বলেন, কাঞ্চনের কালাদি অংশে দীর্ঘদিন যাবৎ এ সড়কটি নাজুক ও অচলাবস্থা থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল বহন করা যাচ্ছেনা। এতে আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানাচ্ছি।

এদিকে বেহাল সড়কের পাশে থাকা তিতাস গ্যাসের ২ ইঞ্চি বিতরণ গ্যাসপাইপ ফেটে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকন মিয়া জানান, সড়কটি এলজিইডির অধীনে হলেও স্থানীয়দের দাবীর মুখে সংস্কারের জন্য একাধিকবার আবেদন করেছি। কিন্তু এ সড়কটি মেরামতের কোন উদ্যোগ সেওয়া হয়নি। এতে স্থানীয়রা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এনায়েত করীম বলেন, আমি সদ্য রূপগঞ্জে যোগদান করেছি। বিষয়টি জানা ছিল না। এখন জেনেছি। দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.