উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নেই – প্রতিমন্ত্রী পলক
মুক্ত অনলাইন ডেস্ক
নৌকা শান্তির প্রতীক উন্নয়নের প্রতীক, আগামী ও বর্তমান প্রজন্মের জন্য নৌকার কোন বিকল্প নাই। বর্তমান সরকার শুধু শিক্ষা ক্ষেত্রে উন্নয়নেই কাজ করছে না, প্রযুক্তি নির্ভর যুগোপযোগী আধুনিক শিক্ষার বিস্তারেও কাজ করছে।
রবিবার নয় কোটি টাকা ব্যয়ে সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নবীন বরণে এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব একথা বলেছেন।
তিনি বলেন, বিগত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এক্ষেত্রে শিক্ষা অগ্রাধিকার খাত। উচ্চশিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি, দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ, বছরের প্রথম দিনে সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির পরিধি বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন উল্লেখযোগ্য। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। কলেজের অধ্যক্ষ এ এইচ এম খালেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ছাত্রলীগ নাটোর জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান জেমস প্রমুখ।
মুক্ত প্রভাত/রাশিদুল