স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারী সেই যুবককে আটক করেছে জনতা
মুক্ত অনলাইন ডেস্ক
শনিবার বেলা আড়াইটায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নওশাদ আলী (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক নওশাদ আলী উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় থানা সূত্রে জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দরে দশম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নওশাদ আলী ও মোমিনুল ইসলাম ছাত্রীটির পথরোধ করে যৌন হয়রানী করেন। ছাত্রীটি নিজেকে বাঁচাতে পার্শ্ববর্তী ধান ক্ষেতে লাফ দিলে নওশাদও ধান ক্ষেতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এসে নওশাদকে আটক করতে পারলেও সহযোগী মোমিনুল পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক নওশাদকে আদালতের সোপর্দ করা হয়েছে এবং নওশাদের সহযোগী মোমিনুলকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
মুক্ত প্রভাত/রাশিদুল