ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করবেন না

0

মুক্ত অনলাইন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন ওই মন্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে  তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন। ভারতের এই মন্ত্রী  অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

এম জে আকবরের বিরুদ্ধে যখন যৌন হয়রানির অভিযোগ ওঠে তখন তিনি নাইজেরিয়া সফরে ছিলেন। দেশে ফিরে গতকাল রোববার প্রতিমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে কেন এমন অভিযোগ? এটা কোনো ষড়যন্ত্র? তিনি বলেন, এটা সম্পূর্ণরূপে মিথ্যা, কল্পনাপ্রসূত এবং আমার সম্মানহানির ষড়যন্ত্র।

অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন আকবর। এক প্রশ্নের জবাবে তিনি পদত্যাগ করবেন না বলে জানান। তবে কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে ই-মেইল করেছেন আকবর।

যদিও তা গৃহীত হয়নি। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এ নিয়ে তার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। আকবর এক সময় ভারতের দ্য টেলিগ্রাফ এবং দ্য এশিয়ান এইজ চালিয়েছেন।

৮ অক্টোবর প্রথমবারের মতো এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন সাংবাদিক প্রিয়া রামানি। এরপর একই ধরনের অভিযোগ আনেন প্রেরণা সিং বিন্দ্রা, ঘাজালা ওহাব, সুতাপা পাল, অঞ্জু ভারতী, সুপর্ন শর্মা, সুমা রাহা, মালিনী ভুপ্তা, কোনিকা গাহলৌত, কাদম্বরী এম ওয়াদে, মাজলি দে পুই ক্যাম্প এবং রুশ ডেভিড।

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসলেও সরকার তাকে সরানোর পরিকল্পনা করছেন না বলে একটি সূত্র জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও এ নিয়ে মন্তব্য করেননি। তবে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী বলেছেন, ‘হ্যাস টেগ মি টু’ আন্দোলনে অভিযোগের বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে তদন্ত করা হবে। -এনডিটিভি-ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.