বান্দরবানে শুরু শারদীয় দূর্গাপূজা

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে শুরু হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসবকে ঘিরে বান্দরবানে বইছে আনন্দের বন্যা। মা দেবী দুর্গার বোধন আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে গত রাত থেকে শুরু হল শারদীয় দুর্গোৎসবের।

প্রতিটি মন্দিরে মন্দিরে মাকে জাগ্রত করার প্রার্থনা আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গা পূজার । নানা রং এ নতুন সাজে আর বাহারী পোষাকে দেবী দূর্গাকে সাজিয়েছে ভক্তরা।

পৌরাণিক শাস্ত্র মতে, দেবকুলে মাঘ থেকে আষাঢ় এ ছয়মাস উত্তরায়ন দিন, আর শ্রাবণ থেকে পৌষ-এ ছয়মাস দক্ষিণায়ন রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দুর্গা পূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন তাই শারদীয় দুর্গাপূজা। এবার নৌকায় আসছেন দেবী দুর্গা, আর ফিরে যাবেন ঘোড়ায়।

আজ মহাষষ্ঠী, ১৬ অক্টোবর মহাসপ্তমী, ১৭ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পুজো, ১৮ অক্টোবর মহানবমী এবং ১৯ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.