জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীতে দুইটি বাড়ি ঘেরাও

0

মুক্ত অনলাইন ডেস্ক

দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ। নরসিংদীর মধাবদীতে ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ওই দুইটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ আবুতাহের দেওয়ান।

তিনি বলেন, মাধবদী পৌর এলাকায় ছোট গদাইরচর মহল্লার আফজাল হোসেনের ৭ তলা বাড়ি এবং শিলমান্দি ইউনিয়নের শেখেররচ মাজার গেট এলাকার একটি ৫ তলা ভবনে নব্য জেএমবির আস্তানা সন্দেহে বাড়ি দুটি পুলিশ ঘেরাও করে রেখেছে। এখানে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত টিম, এল আইসি টিম, বগুড়া জেলা পুলিশ ও মাধবদী থানার পুলিশ কাজ করছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.