ঘিরে রাখা বাড়ি দুটিতে পুলিশের অভিযান শুরু
মুক্ত অনলাইন ডেস্ক
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরের কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামের উপস্থিতিতে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।
এরআগে সোমবার রাত সাড়ে ১১টা থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ আবুতাহের দেওয়ান। তবে নিরাপত্তার স্বার্থে মাইকিং করে সাংবাদিক ও স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাধবদী পৌর এলাকায় ছোট গদাইরচর মহল্লার আফজাল হোসেনের ৭ তলা বাড়ি এবং শিলমান্দি ইউনিয়নের শেখেররচ মাজার গেট এলাকার একটি ৫ তলা ভবনে নব্য জেএমবির আস্তানা সন্দেহে বাড়ি দুটি পুলিশ ঘেরাও করে রেখেছে। এখানে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত টিম, এল আইসি টিম, বগুড়া জেলা পুলিশ ও মাধবদী থানার পুলিশ কাজ করছে।
মুক্ত প্রভাত/রাশিদুল