২০ দলীয় জোট থেকে সরে গেল ন্যাপ ও এনডিপি

0

মুক্ত অনলাইন ডেস্ক

২০ জোট থেকে বের হয়েছে দুইটি দল ন্যাপ ওএনডিপি। আজ সংবাদ সম্মেলণের মাধ্যেমে এই তথ্য জানানো হয়েছে।

গুলশানের ইমানুয়েল’স ব্যাংকুয়েট হলে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট ছাড়ার ঘোষনা দেওয়া হয়। সম্মেলণে দলদুটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

তিনি বলেন- চার দলীয় জোট ভেঙ্গে যখন ১৮ দলীয় জোট গঠন হয়। তখন থেকেই ন্যাপ ও এনডিপি জোটের সাথে রয়েছে। তাছাড়া বিএনপি জোটের শরিক হিসাবে তারা জোটের কল্যাণে সাধ্যমত অবদান রাখার চেষ্টা করেছেন। নিজেদের মতবিরোধী ও মতাপার্থক্য থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় আন্তরিকতা দেখনো হয়েছে।

গাণি বলেন, এরআগে লোভনীয় প্রস্তাব থাকার পরেও জোটের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কেউ তৎকালীন ১৮ দলীয় জোট ছাড়েনি। কিন্তু এই ত্যাগকে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে কোনো মূল্যায়ন করেনি। তিনি বলেন,  সোমবার ২০ দলীয় জোটের বৈঠকে বিএনপির নেতারা বলেছেন, বি্েনিপর চলমান সমস্যা কেবল ২০ দলীয় জোটের কারণেই হয়েছে। এই জোট না থাকলে তারা জাতীয় কিংবা আন্তর্জাতিক চাপে মুখে থাকত না।

তাই কারো সমস্যা সৃষ্টি করে আমরা জোটে থাকতে চাইনা। আমাদের কারণে কেউ চাপে থাকুক, তা আমরা প্রত্যাশা করি না।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.