একদিনেই শেষ ১২ উইকেট অাবুধাবি টেষ্ট
মুক্ত অনলাইন ডেস্ক
দিনটা বোলারদের। কারন আবুধাবিতে এক দিনেই ১২ টি উইকেটের পতন ঘটলো। প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮২ রানে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়াও। গতকাল মঙ্গলবার প্রথম দিন শেষ করেছে তারা ২ উইকেটে ২০ রানে।
দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান।
দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লিয়ন স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং। ১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনার নাথান লিঁও’র বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন ‘প্রবাসে’ স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর।
ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ফখরকে সঙ্গী করে পাল্টা আক্রমণে ১৪৭ রান যোগ করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৯৭ বলে ৯৪ রান করে ফখর ভালোমতই জাগিয়েছিলেন অভিষেক টেস্টে শতক পাওয়ার সম্ভাবনা।
ল্যাবুশেনের সোজা বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। অভিষেকে নার্ভাস নাইন্টিজে ফেরা চতুর্থ পাকিস্তানি তিনি। ল্যাবুশেন সেখানেই থেমে থাকেননি। তার বলে ঠিক ৯৪ রানে ফাঁদে পড়েন অধিনায়ক সরফরাজও। সাজঘরে হাঁটা দেয়ার পথে পিটার সিডলের হাতে ক্যাচ দিয়ে।-সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল