আইয়ূব বাচ্চুর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

মুক্ত অনলাইন ডেস্ক

ব্যান্ড সঙ্গীতের জনপ্রীয় শিল্পি আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ কেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে তিনি এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গীতে তিনি এক অসামান্য মানুষ। আজ জাতী এক গুনি সঙ্গীত শিল্পিকে হারালো। এটা দুঃখের। তার এই প্রয়াণে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হলো।

প্রসঙ্গত: আজ বৃহস্পতিবার সকালে রাজধানী স্কয়ার হাসপাতালে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এরআগে আজ সকালে সাড়ে ৮টার সময় তিনি মগবাজারের নিজ বাসায় স্ট্রোক করেন।

এর পর দ্রুত তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেণ। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.