তার প্রয়াণে স্মৃতিকাতর সামাজিক যোগাযোগ মাধ্যমও

0

মুক্ত অনলাইন ডেস্ক

দিনের শুরুতেই একটা হৃদয়ভাঙ্গা খবর। আয়ুব বাচ্চু আর নেই। না একথাটি মানতে পারছেন না পরিবার পরিজন। মানতে পারছেন না কাছের শিল্পি, ভক্ত সমর্থকবৃন্দ। কেউই প্রিয় শিল্পির প্রয়ানের এই খবরটি বিশ্বাস করতে পারছেন না।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়ুব বাচ্চুকে নিয়ে চলছে স্মৃতি চারন।

কথা সাহিত্যিক আনিসুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘আহা, আমাদের আইয়ুব বাচ্চু ভাই। তার ব্যবহার ছিল গুড়ের মতো মিষ্টি। এত ভালো একটা মানুষ। আমি বোধ হয় একমাত্র তারই পায়ে হাত দিয়ে কদমবুসি করেছিলাম এই ঢাকা শহরে।’’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‌সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেলো কোটি তরুণের কৈশোরের প্রচণ্ড ভালোলাগা-ভালোবাসার মানুষটা।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, এই মানুষটা নেই??? মানতে পারছি না…

প্রচ্ছদশিল্পী চারু পিন্টু লিখেছেন, সকালবেলা এত মর্মান্তিক সংবাদ শোনার জন্য অপেক্ষা করিনি। আরেকটি নক্ষত্র খসে পড়লো। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু। ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। নব্বই দশ থেকে এই সময় অবধি বাংলা কাঁপনো এই শিল্পীকে বাংলাদেশ চিরদিন মনে রাখবে।

এমন কোটি ভক্তের কান্নায় ভেসে যাচ্ছে স্যোশাল মিডিয়া। এই মহান শিল্পীর মৃত্যুতে তার সহকর্মী ও তারকাদের মন্তব্য এখানে পর্যায়ক্রমে তুলে ধরবো…

বিস্তারিত আসছে…

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.