সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুই প্রাণহাণী
মুক্ত অনলাইন ডেস্ক
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই যুবক। আজ শুক্রবার মাদারীপুরের রাজৈরে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ নামক স্থানে মোটর সাইকেল ও গোল্ডেন লাইনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী কালকিনির থানার এএসআই মো. কামরুল ইসলাম (৪০) ঘটনা স্থলে মারা যায়।
নিহত কামরুল মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের লুৎফর মিয়ার ছেলে।
এদিকে একই মহাসড়কের রাজৈরে পিছন থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে রাজা মাতুব্বর (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও ২ যুবক আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার মোল্লাকান্দি বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মাদারীপুর সদরের গাছবাড়িয়া গ্রামের আবুল মাতুব্বরের পুত্র।
মুক্ত প্র্রভাত/রাশিদল