ধানক্ষেত্রে অজ্ঞাত তরুনির লাশ
মুক্ত অনলাইন ডেস্ক
একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত (২৮) পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। আজ শুক্রবারা ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের কাওয়ামারা বন্দের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। দুপুর দুইটার দিকে গফরগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সালোয়ার–কামিজ পরা লাশটির প্রায় পুরো অংশ ধানক্ষেতের গর্তে মাটি চাপা ছিল। শুধু একটি হাত ও একটি পা মাটির ওপরে ছিল।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মেয়েটিকে অন্যত্র হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
মুক্ত প্রভাত/রাশিদুল