নারায়গঞ্জে যুবদলের কমিটি ঘোষণা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি –
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল কমিটি ঘোষণা করা হয়েছে৷ শুক্রবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় যুবদল নতুন দুই কমিটির অনুমোদন দিয়েছে।
জেলা কমিটিতে শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে৷ অন্যদিকে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি ও মনতাজউদ্দিন মন্তুকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে৷
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে কমিটি ঘোষণার পর নারায়াণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটিতে মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জনাব গোলাম ফারুক খোকন কে নারায়নগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। রূপগঞ্জ ছাত্রদল নেতা ওমর হোসেন এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।
জেলা যুবদল কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ সভাপতি এ কে এম আমিরুল ইসলাম ইমন, সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠিনক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন।
মহানগর যুবদল কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো৷
হেনা আহমেদ/ মুক্ত প্রভাত