চট্টগ্রামে আইযুব বাচ্চুর মরদেহ, স্বজন-ভক্তদের শেষ শ্রদ্ধা
মুক্ত অনলাইন ডেস্ক
আজ শনিবার বেলা ১১টায় ইউএস বাংলার একটি বিমানে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরআগে ঢাকায় জাতীয় শহীদ মিনারে এবং চ্যানেল আই প্রাঙ্গনে দুইটি জানাজা হয়।
চট্টগ্রাম বিমানবন্দর থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় নানার বাড়িতে নেয়া হয়। সেখানে নিকট আত্মীয়রা আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো দেখার সুযোগ পান। সেখানে ভক্তদের মাঝে শোকাহত পরিবেশের সৃষ্টি হয়। সেখান থেকে দুপুরের পর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।
আজ বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানেই অনুষ্ঠিত হবে আইয়ুব বাচ্চুর শেষ জানাজার নামাজ। এর পর নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু। চট্টগ্রাম আইয়ুব বাচ্চুর শৈশব-কৈশরের শহর। পুরো নাম আইয়ুব বাচ্চু হলেও চট্টগ্রামে তিনি ছিলেন ‘রবিন’।