পরিবহন ধর্মঘট চলছে সিলেটে

0

মুক্ত অনলাইন ডেস্ক

‘শ্রমিক স্বার্থবিরোধী’ সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা বাতিলের দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। নগরীতে সিএনজি চালিত অটোরিকশা নিয়েও বের হননি চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরাও ফিরতে পারছেন না নিজেদের গন্তব্যে। এছাড়া সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা, উপজেলা ভিত্তিক বাসগুলোও। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

শনিবার সকালে টার্মিনালে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় রয়েছেন। কেউ বসে আছেন বাস কাউন্টারের সামনে, কেউ বসে আছে রাস্তার ধারে ফুটপাতে। সবাই আছেন অপেক্ষায়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে পরিবহন ধর্মঘট চলছে। ফলে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহলে আছে। জানা গেছে, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ ধর্মঘটের ডাক দেয়া হয় শুক্রবার।

এতে যানবাহন চলাচলে সাময়িক এ অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এদিকে শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওছমান আলীকে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.