মানুষের অধিকার রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই- পলক

0

মুক্ত অনলাইন ডেস্ক

তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নাই। এ লক্ষ্যে চলনবিলে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সিংড়াতে শিক্ষা উৎসব, নৌকা বাইচ উৎসব সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এখন আদিবাসীদের মান উন্নয়নে খেলাধুলার আয়োজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০টায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার আদিবাসীদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্ম, বর্ণের মানুষের অধিকার রক্ষায় শেখ হাসিনা সরকার আন্তরিক। তিনি উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি ভোট আহবান করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সরেশ চন্দ্র উরাও এর সভাপতিত্বে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুকাশ ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাহার হোসেন, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আলহাজ্ব, সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, পরিতোষ চন্দ্র সরকার।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.