নম্বর অপরিবর্তিত রেখেই যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যাবে

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মোবাইল নাম্বার পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবার উদ্বোধন করলেন। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জহুরুল হক বলেন, ‘আমরা আশা করি, এমএনপি সেবা চালু হওয়ার ফলে বাজারে আগের চেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।’

এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নম্বর পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.