কিশোরীর আগুনে পোড়া লাশ উদ্ধার

0

মুক্ত অনলাইন ডেস্ক

শনিবার রাতে এক অজ্ঞাত কিশোরীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর চক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, স্থানীয় লোকজন চকমিরপুর চকে বিএডিসির পরিত্যক্ত ডিপটিওবয়েলের পাকা ঘরের মেঝেতে অজ্ঞাত নামা প্রায় (১৪) বছরের এক কিশোরীর আগুনে পোড়া লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে তাত্ক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কিশোরীর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা এতে লাশের শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে পুড়ে ঝলসে গেছে। উদ্ধারকৃত লাশের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.