প্রশ্নফাঁস নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা, রাবির ভর্তি পরিক্ষা সোমবার

0

মুক্ত অনলাইন ডেস্ক

২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার।  এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

তবে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সম্প্রতি ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস হওয়ায় ভর্তিচ্ছুরা চিন্তিত। পরীক্ষার স্বচ্ছতা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন তারা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রম অনেক স্বচ্ছ।

ভর্তিচ্ছুদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জালিয়াতি ঠেকাতে প্রতি বছরের মতো এবারও সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাবি জনসংযোগ সূত্রে জানা গেছে, এ বছর পাঁচটি ইউনিটে ১০টি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন সোমবার সকাল ৮টায় সি-১, সকাল ১০টায় সি-২, দুপুর ১২টায় ডি-১, আড়াইটায় ডি-২ এবং বিকাল সাড়ে ৪টায় বি-১ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় বি-২, সকাল ১০টায় ই-১, দুপুর ১২টায় ই-২, আড়াইটায় এ-১ এবং বিকাল সাড়ে ৪টায় এ-২ গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯ বিভাগে ৪ হাজার ২৭৩ এক আসনের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করেছেন ভর্তিচ্ছুরা।

পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব প্রকার ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে অভিভাবকদের জন্য কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকানগুলোতেও খাবারের মুল্য তালিকাও নিদিষ্ট করে দেয়া হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.