মা ইলিশ ধরায় সিরাজগঞ্জে তিন জেলের দন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী ও সদর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ৩ জেলেকে ৭দিন করে কারাদন্ড ও মাছ পরিবহনের দায়ে এক জনকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই সাজা প্রদান করেন। অভিযানে ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, ৯০ কেজি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রসায় বিতরন করা হয়েছে।
শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত যমুনা নদীর চৌহালী ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
গত ৮ দিনে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ৫১ জন জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক জানিয়েছেন।
মুক্ত প্রভাত/রাশিদুল