লালপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে মেঘনা ফিলিং সেন্টশনের একটি তেলবাহী ট্রাকের (বগুড়া ঢ ৪১০০১৪) সিএনজির মুখমুখি সংঘর্ষে ফারুক (২৭) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
আহদেতর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক রাজশাহী জেলার বাঘা উপজেলার পানিকামরা গ্রামের আমির হোসেনের ছেলে।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউপি সেন্টার পাড়া গ্রামের (বনপাড়া-লালপুর) সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বনপাড়া মুখি মেঘনা ফিলিং সেন্টশনের একটি তেলবাহী ট্রাক ও লালপুর গামী যাত্রীবাহি সবুজ সিএনজির মুখমুখি সংঘর্ষ হয়। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের জদু সরদারের ছেলে।
এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাক ও সিএনজিটি আটক করা হয়েছে । তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল