বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0

মুক্ত অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জেম (৩০) বলে জানা গেছে। ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক গরু কারবারি বলে জানা গেছে।

জানা যায়, ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জেম গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, বিষয়টি তাদের জানানো হয়নি। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখছেন। নিহত জেম উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.