উত্তরায় ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার, অস্ত্র-গুলি ও মাইক্রোবাস জব্দ

0

মোঃ ইলিয়াছ মোল্লা

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি’র ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ শামীম হোসেন (৩০), আল আমিন (৩০), মোঃ সেন্টু (৩০), সুধির দাস (৩৯), আবু রায়হান (২৬) ও মোঃ লিটন (৩৪)।

আজ সোমবার ভোর ৪ টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টর রানা ভোলা এভিনিউ প্লট নম্বর -২২৩ এর উত্তর পাশে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয় । এসময় তাদের ১টি আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ওয়ারলেস সেট (ওয়াকি টকি), হাতুরি, লিভার, কস্টেপ ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে-, ভুয়া ডিবি সদস্য গ্রেফতারের অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত শামীম হোসেন ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে পাঁচ ডিবি পুলিশ সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

উভয়ের গোলাগুলিতে শামীম গুলি বিদ্ধ হয় । ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা শামীম এর নেতৃত্বে উদ্ধারকৃত নোয়া মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন সময় ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যায় । তারপর ঐ ব্যাক্তিকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি/ছিনতাই করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে এই রিপোর্ট লেখা প্রর্যন্ত আটককৃতরা সকলেই ডিবি হেফাজতে ছিল।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.