৯শ’ পিস ইয়াবাসহ খুলনায় মাদক ব্যবসায়ী আটক
মুক্ত অনলাইন ডেস্ক
৯শ’ পিস ইয়াবাসহ আব্দুল খলিল শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা নব পল্লী জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম এ অভিযান চালিয়ে আব্দুল খলিল শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করে। আটক আব্দুল খলিল রূপসার কাজদিয়ার নিকলাপুর গ্রামের মো. আব্দুল রশিদের পুত্র।
কেএমপির গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার বিএম নূরুজ্জামান জানান, আটককৃত খলিল বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল