কাতার এয়ারওয়েজের শাহজালালে জরুরী অবতরণ
মুক্ত অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরী অবতরণ করে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রাত ৮টার দিকে কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে যাত্রা করে।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় উড়োজাহাজটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে এসে জরুরি অবতরণ করে। এ ঘটনায় কোনোও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তারা। উড়োজাহাজটিতে ৩০০ যাত্রী ছিল।
মুক্ত প্রভাত/রাশিদুল