ট্রাকের ধাক্কায় চট্টগ্রামে দুই প্রাণহানী

0

মুক্ত অনলাইন ডেস্ক

একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হন।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- হেলপার রশিদুল ইসলাম। তার বাড়ি উত্তরবঙ্গে বলে জানায় পুলিশ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক বিকল হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে চালক ও হেলপার ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় দাঁড়িয়ে রেখে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা ওপর একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার রশিদুল ইসলামের মৃত্যু হয়। এবং চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে নেয়ার পথে চালকেরও মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে অন্য ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.