হাতিরঝিলে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
মুক্ত অনলাইন ডেস্ক
মোটরসাইকেল দুর্ঘটনায় রেদোয়ানুল কবির (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর হাতিরঝিলের মহানগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মো. মিঠুন (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত কবির রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ভোরে হাতিরঝিলের মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হন তাঁরা। দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
সকাল ৭টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপরে সকাল আটটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল